30 May 2015

ছড়া: গোল্ডেন রেজাল্ট

গোল্ডেন রেজাল্ট
ওয়াহিদ জামান


তোমরা যারা পাশ করেছ
গোল্ডেন রেজাল্ট নিয়ে,
মাথাটাকে নতো করো
লম্বা সেজদা দিয়ে।

মেধা তোমায় দান করেছেন
মহান আল্লাহ তা’লা,
প্রথম ওহী দিলেন তিনি
জ্ঞানের প্রদীপ জ্বালা।

এই পাওয়াটাই শেষ পাওয়া নয়
সামনে আরো আছে,
তাওফীক চেয়ে দোয়া করো
আল্লাহ তা’লার কাছে।

বিশ্ব এখন হাতের মুঠোয়
অনেক লড়তে হবে,
সবখানেতেই সফল হলে
কীর্তি তোমার রবে।