মায়ের ছায়া
ওয়াহিদ জামান
তোমার মায়ায় তোমার ছায়ায় - থাকতে যে মন চায়,
মাগো তুমি কোথায় আছো - কোন সে নিরালায়।।
ফজর হলে আমার মাগো - ডাকতো মায়ার সুরে,
নামাজ পড়তে যারে বাবা - মসজিদ নয়তো দূরে।।
নামাজ শেষে মক্তবে যাস (২) থাকবে খোদা সহায় - ঐ
রাস্তা পানে চেয়ে থাকতো - ছুটির বেলা হলে,
স্কুল থেকে ফিরলে মাগো - চুমা দিতো গলে।।
রাগলে আমি আদর করে (২) হাত বুলাতো মাথায় - ঐ
হৃদয় মাঝে সকাল সাঝে - খুঁজি আমি যাকে,
তোরা কোথায় আয়রে হেথায় - খুঁজে দে মোর মাকে।।
মা জননী ডাকবে কখন (২) আয়রে খোকা আয় - ঐ
ওয়াহিদ জামান
তোমার মায়ায় তোমার ছায়ায় - থাকতে যে মন চায়,
মাগো তুমি কোথায় আছো - কোন সে নিরালায়।।
ফজর হলে আমার মাগো - ডাকতো মায়ার সুরে,
নামাজ পড়তে যারে বাবা - মসজিদ নয়তো দূরে।।
নামাজ শেষে মক্তবে যাস (২) থাকবে খোদা সহায় - ঐ
রাস্তা পানে চেয়ে থাকতো - ছুটির বেলা হলে,
স্কুল থেকে ফিরলে মাগো - চুমা দিতো গলে।।
রাগলে আমি আদর করে (২) হাত বুলাতো মাথায় - ঐ
হৃদয় মাঝে সকাল সাঝে - খুঁজি আমি যাকে,
তোরা কোথায় আয়রে হেথায় - খুঁজে দে মোর মাকে।।
মা জননী ডাকবে কখন (২) আয়রে খোকা আয় - ঐ