13 Jun 2015

ছড়া: কাণ্ডারি ফররুখ

কাণ্ডারি ফররুখ
ওয়াহিদ জামান


মাঝ দরিয়ায় ভাসছে তরী
ডুবছে মানুষজন,
মাঝি-মল্লা নেইকো সেথায়
কান্না প্রতিক্ষণ।

দিন পেরিয়ে রাত্রি আসে
পায়না তবু কূল,
আনাড়ি সব মাঝিগুলো
করছে শুধুই ভুল।

নীল দরিয়ার গর্জন শুনে
কাঁদছে শিশুর দল,
উদ্ধার করো - রক্ষা করো
আবেদন নিষ্ফল।

সাত সাগরে নাও ভাসাবে
কাণ্ডারি ফররুখ,
সেই আশাতে অপেক্ষাতে
আমরা যে উন্মুখ।