15 Jul 2015

ছড়া: ঈদস্মৃতি

ঈদস্মৃতি
ওয়াহিদ জামান


ঈদের ঢাকা, ফাঁকা ফাঁকা
একলা শুয়ে আছি,
কল্পনাতে জল্পনাতে
অতীত চলে গ্যাছি।

সকাল হতে ঈদগাহেতে
থাকতো অনেক কাজ,
ফুল টানানো, রং লাগানো
হরেক রকম সাজ।

পুকুর জুড়ে ভেলায় চড়ে
গোসল করতো সবে,
মুরুব্বিরা বলতো এসে
মাঠে যাবে কবে?

নামাজ শেষে বাবা যেতেন
দাদার কবর পাশে,
আমি যেতাম সাথে সাথে
কবর দেখার আশে।

দু’হাত তুলে খোদার কাছে
কাঁদেন যারে যার,
বাজানরে মোর ক্ষমা করো
মাফ চাই বারে বার।

তারপর হতো বাড়ী বাড়ী
দিনভর খাওয়া-দাওয়া,
বিকাল হলেই মায়ের সাথে
নানার বাড়ী যাওয়া।

এখন যে আর সেই আনন্দ
পাইনা খুঁজে আমি,
আমার অতীত দাও ফিরিয়ে
ওগো অন্তর্যামী।