23 May 2015

ছড়া: হেকমত মানে


হেকমত মানে
ওয়াহিদ জামান

হেকমত মানে নয়তো রে ভাই
মিথ্যা পথে চলা,
হেকমত হলো সত্যটাকে
হালকা ঘুরিয়ে বলা।

হেকমত মানে নয়তো রে ভাই
ঘরের কোণে নামাজ,
মসজিদে যাও নইলে হবেন
আল্লাহ রাসুল নারাজ।

হেকমত মানে নয়তো রে ভাই
বন্ধ করা কাজ,
নতুন ভাবে করতে হবে
নেইতো সেথায় লাজ।

হেকমত মানে নয়তো রে ভাই
অমিল কথায় কাজে,
হেকমত হলো সৎ-সততা
থাকবে ভাঁজে ভাঁজে।

হেকমত নয়তো মৃত্যু ভয়ে
ইসলাম ছেড়ে দেয়া,
হেকমত হলো লড়ে লড়ে
চলবে জীবন খেয়া।