17 May 2015

ছড়া: রঙিন পথে

রঙিন পথে
ওয়াহিদ জামান


সবার কাছে
স্বপ্ন আছে
আমার শুধু নেই,

ছিলাম যেমন
থাকবো তেমন
আছি ভালো সেই।

বলেন গুরু
করো শুরু
জীবন আগে গড়ো,

চড়বে গাড়ি
গড়বে বাড়ি
হবে অনেক বড়।

জীবন নাকি
দিবে ফাঁকি
লাভ কি বলো তবে,

মরবে তুমি
ধরবে ভূমি
বিদায় নিতে হবে।

তাইতো বলি
ধীরে চলি
সস্তা রঙিন পথে,

ডাকবে যখন
চড়বো তখন
আখিরাতের রথে।