ধুমকেতুর তালে ওয়াহিদ জামান
সত্য ন্যায়ের বিজয় কেতন আপন হস্তে ধরে, দুখু মিয়া জন্ম নিলেন জগৎ আলো করে।
মক্তব থেকে মুয়াজ্জিনী লেটোর দলের গায়ক, আসানসোলের রুটির দোকান তারপর হলেন নায়ক।
সবাই যখন লিখতেন শুধু ঘুম পাড়ানীর গান, নজরুল তখন ক্ষেপে গিয়ে লিখলেন ভাঙ্গার গান।
পদচিহ্ন এঁকে দিতেন অত্যাচারীর গালে, বিদ্রোহীরা উঠতো জেগে ধুমকেতুর তালে।
অগ্নি-বীণা, বিষের বাঁশী নির্ঝরের এই স্রষ্টা, গানের পাখি যৌবন বাতি বাংলার স্বপ্নদ্রষ্টা।
তিনি মোদের জাতীয় কবি সংবিধানে নেই, আয়রে নবীন সবাই মিলে আগুন জ্বেলে দেই। |
|
|