নারী নেত্রীর দেশ
ওয়াহিদ জামান
আমার মায়ের স্বাধীনতা
আসবে কবে বলো,
রান্নাঘরের চুলোর ধারেই
জীবন কেটে গেল।
যাননি কভু মেম্বার হতে
চাননি বাসের সিট,
মিছিল মিটিং করতে হলে
লজ্জায় হবেন ফিট।
আমার বোনের স্কুল পথে
হাজার বাঁধা থাকে,
বখাটেরা ডিস্টার্ব করে
রাস্তার বাঁকে বাঁকে।
যৌতুক ছাড়া হয়না বিয়ে
আমার গরীব বোনের,
হিসাব নাইতো ধর্ষিত আর
নির্যাতিত জনের।
জন্ম থেকেই দেখছি আমি
নারী নেত্রীর দেশ,
তবু কেন নেইকো নারীর
অধিকারের লেশ।
ওয়াহিদ জামান
আমার মায়ের স্বাধীনতা
আসবে কবে বলো,
রান্নাঘরের চুলোর ধারেই
জীবন কেটে গেল।
যাননি কভু মেম্বার হতে
চাননি বাসের সিট,
মিছিল মিটিং করতে হলে
লজ্জায় হবেন ফিট।
আমার বোনের স্কুল পথে
হাজার বাঁধা থাকে,
বখাটেরা ডিস্টার্ব করে
রাস্তার বাঁকে বাঁকে।
যৌতুক ছাড়া হয়না বিয়ে
আমার গরীব বোনের,
হিসাব নাইতো ধর্ষিত আর
নির্যাতিত জনের।
জন্ম থেকেই দেখছি আমি
নারী নেত্রীর দেশ,
তবু কেন নেইকো নারীর
অধিকারের লেশ।