সময় যখন দৌড়ে চলে আমি তখন খুড়িয়ে জীবনের তেজ শেষ হয়ে আজ গেছি যেনো বুড়িয়ে। জীবন জুড়ে রাত থেকে রাত ভোর দেখি না অনেকদিন নিজের প্রতি জুলুম করে বেড়ে গেছে আপন ঋণ।
যারা রক্তপিয়াসি, তাদের পিয়াসতো আর কথায় মেটে না রে পাগলা। রক্ত তাদের চাই-ই-চাই, সে যেভাবেই হোক। ওরা বংশপরম্পরায় রক্ত খেয়ে জীবন ধারণ করেছে বেড়ে উঠেছে হিংস্রতা নিয়েই।