19 Sept 2019

ঈদের বায়না



ঈদের বায়না
ওয়াহিদ জামান


একটি ছেলে গল্প বলে মায়ের কাছে
ওই দোকানে লাল রঙা এক জামা আছে
সেই জামাটা পছন্দ তার খুব,
এসব শুনেও অভাগা মা
কেমনে থাকে এক্কেবারে চুপ
শুনছো ওমা!
ওই জামাটা পছন্দ মোর খুব।

19 May 2019

কালবোশেখী

কালবোশেখী 
ওয়াহিদ জামান

ঈশান কোণে মেঘ জমেছে আঁধার ঘেরা সব 
কান ফাটিয়ে দেবে বুঝি গুড়ুম গুড়ুম রব। 
শো শো শো বাতাস বহে উড়ছে চালের খড় 
আসছে আবার ভয়ঙ্কর কালবোশেখী ঝড়।

23 Jan 2019

সামনে আগাও


সামনে আগাও 
ওয়াহিদ জামান 

ইচ্ছে গুলো 
পথের ধুলো 
মাড়াতে তো চায় না,
কেমনে তবে 
পূরণ হবে 
আকাশ ছোঁয়ার বায়না।