বিজয়ের গান
ওয়াহিদ জামান
হাজার পাখি উড়ে বেড়ায়
বিজয় বিজয় বলে,
কেউ ধরে না কেউ মারে না
বর্গি গেছে চলে।
ধৈর্য
ওয়াহিদ জামান
ধৈর্য ধরো ধৈর্য ধরো
ধৈর্য ধরার বাকি,
ধৈর্য কোথায়, ক্যামনে ধরে
হাত-পা আছে নাকি?
ও পাখি ভাই
ওয়াহিদ জামান
ও পাখি ভাই, ও পাখি ভাই
উড়তে আমি চাই,
যদিও পাখা নাই,
তবুও কি সঙ্গে নেবে
আমায় তুমি ভাই?
মনপাখি
ওয়াহিদ জামান
মনের কাছে মন দিয়েছি
কিসের আমার ভয়,
মনতো আমায় ছেড়ে যেতে
পারবে না নিশ্চয়।