23 Oct 2017

ছড়া : ধৈর্য



ধৈর্য
ওয়াহিদ জামান

ধৈর্য ধরো ধৈর্য ধরো
ধৈর্য ধরার বাকি,
ধৈর্য কোথায়, ক্যামনে ধরে
হাত-পা আছে নাকি?

ধৈর্য খুঁজি ধৈর্য খুঁজি
ধৈর্য পাওয়ার বাকি,
ধৈর্য আমায় ছেড়ে গেছে
দিয়েছে তো ফাঁকি।

ধৈর্য ছাড়া সফল হওয়া
যায় না কোনো কাজে,
ধৈর্য ধরো ধৈর্য পোষো
জীবনের সব ভাঁজে।