20 Jul 2017

ছড়া : ও পাখি ভাই


ও পাখি ভাই
ওয়াহিদ জামান

ও পাখি ভাই, ও পাখি ভাই
উড়তে আমি চাই,
যদিও পাখা নাই,
তবুও কি সঙ্গে নেবে 
আমায় তুমি ভাই?

তোমার সাথে উড়াল দেবো
যাবো অনেক দূরে,
গাইবো সুরে সুরে,
বাঁধবো বাসা থাকবো সুখে
সুদূর অচিন পুরে।

বনবাদাড়ে ঘুরে ঘুরে
ফলফলাদি খাবো,
সবুজ মাঠে যাবো,
খুব সকালে কিচির মিচির
প্রভাতি গান গাবো।

ও পাখি ভাই দোহাই তোমার
আমার দিকে চাও,
সঙ্গে করে নাও,
পাশাপাশি নিয়ে চলো
যেথায় তুমি যাও।