মনপাখি
ওয়াহিদ জামান
মনের কাছে মন দিয়েছি
কিসের আমার ভয়,
মনতো আমায় ছেড়ে যেতে
পারবে না নিশ্চয়।
মনের সুখে চুপেচুপে
হাসে আমার মন,
মনই আমার সুখের সাথী
সেইতো আপনজন।
মনের দুখে কাঁদে সদা
আমার মনপাখি,
মনের পানে সারাক্ষণই
চেয়ে আমি থাকি।
ওগো মনপাখি...
মনের ইচ্ছা আকাশ দেখার
আমার ইচ্ছাও তাই,
তাইতো আমি জোছনা রাতে
আকাশ দেখতে যাই।
কী যে ভালো লাগে আমার
নদীর কলতান,
সেটাও নাকি অনেক আগের
মনের আহবান।
মন তো আমায় চেনে অনেক
আমিও চিনি তারে,
মান অভিমান ছেড়ে সেথায়
ফিরি বারেবারে।