বিজয়ের গান
ওয়াহিদ জামান
হাজার পাখি উড়ে বেড়ায়
বিজয় বিজয় বলে,
কেউ ধরে না কেউ মারে না
বর্গি গেছে চলে।
বর্গি ছিল আকাশ জুড়ে
কালো মেঘের মতো,
রক্ত বাদল ঝরাতো সব
ইচ্ছে যখন হতো।
ইচ্ছেরা সব বন্দি ছিল
বর্গিদের ঐ খাঁচায়,
হঠাৎ করেই ফন্দি এলো
এখন কে আর নাচায়?
নাচানাচি বন্ধ করে
গর্জে উঠলো সবে,
বন্দিশালা ভেঙে এবার
মুক্ত হতেই হবে।
মুক্ত হবার দীক্ষা নিয়ে
যুদ্ধ শুরু হলো,
একযোগে সব বললো তখন
খাঁচার তালা খোলো।
খাঁচা ভেঙে অবশেষে
বের হলো সব পাখি,
চতুর্দিকে চেয়ে দেখে
রক্ত মাখামাখি।
রক্ত সাগর পেরিয়ে এই
মুক্ত আকাশ পাওয়া,
স্বাধীন হয়েই তাইতো এবার
বিজয়ের গান গাওয়া।