বৈশাখের শপথ
ওয়াহিদ জামান
নতুন আলোর স্বপ্ন নিয়ে
এলো নতুন দিন,
এ বছরেই শোধতে হবে
সময়ের সব ঋণ।
নতুন ভোরে সেজদা দিয়ে
শুরু হবে কাজ,
ভালোর সাথে থাকবো সদা
শপথ নিলাম আজ।
আলোর পথে চলতে হবে
কুরআন হাদীস পড়ে,
অলসতা ভাঙ্গবে তবে
কালবোশেখীর ঝড়ে।
ভুলের সাথে গড়বো এবার
জনম জনম আড়ি,
খারাপ কাজে দিতেই হবে
এবার আমায় দাঁড়ি।