27 May 2018

ছড়া : লেনাদেনা



লেনাদেনা
ওয়াহিদ জামান

রূপালি চুলের ঝলক দেখে
পাগল হলো সে।
বলতে পারো কে?
কালো চুলের দাম জানে না যে!


টেকো মাথার দর্পণে সে
নিত্য দেখে মুখ,
একটা একটা খুঁজে খুঁজে
তাড়ায় তাবৎ দুখ।
এটাই নাকি সুখ!

মনের কাছে মন চেয়ে সে
করছে লেনাদেনা,
এই ছবিটা বিরক্তিকর
তবুও চিরচেনা।
আহা!
ভালোবাসার অসীম দামে
মন নাকি তার কেনা!