27 May 2018

ছড়া : ফেরা




ফেরা
ওয়াহিদ জামান

একটি সকাল আলোয় ভরা
একটি সকাল কালো,
আছো কেমন বন্ধু তুমি
আছো নাকি ভালো?


তোমার কথা পড়ে মনে
প্রতি সকাল সাঝে,
তোমায় খুঁজি আনমনে
তোমার কাজের মাঝে।

রাগ অভিমান অনেক আছে
অনেক আছে আড়ি,
ভালোবাসা তারচে বেশি
কেমনে তোমায় ছাড়ি?

সব ভুলে তাই একসাথে ভাই
চলতে আমি চাই,
হাত বাড়িয়ে তোমার হাতের
দেখা যেন পাই।
বলছি এবার বন্ধু শোনো
ফিরতে বাঁধা নাই।