নবী সাল্লে আ’লা
ওয়াহিদ জামান
অন্ধকারের রাত পোহালো
উঠলো আলোর রবি,
দূর হলো সব পাপ-কালিমা
শুদ্ধ হলো সবই।
উঁচু-নীচুর সব ব্যবধান
চূর্ণ হয়ে গেল,
সব মানুষের ন্যায় অধিকার
সবায় বুঝে পেল।
অযথা ঐ যুদ্ধ-বিবাদ
থামলো অবশেষে,
ধনী-গরীব সবায় এখন
থাকছে মিলেমিশে।
মাটির মানুষ সোনা হলো
নেপথ্যে সেই তুমি,
ধন্য হলো আরব ভূমি
তোমার কদম চুমি।
তোমার নামে দরুদ পাঠায়
স্বয়ং আল্লাহ তা’লা,
বিশ্ববাসীও সুর তোলে ঐ
নবী সাল্লে আ’লা।