24 Oct 2016

ছড়া : পাগল মন






পাগল মন
ওয়াহিদ জামান

দুখের মাঝে হাসতে পারে
আমার পাগল মন,
হাসি দিয়েই ঢেকে রাখে
দুঃখ সারাক্ষণ।


মনটা আমার পাগল হলেও
অন্যের মন বোঝে,
দুখ সাগরে ডুব দিয়েও
সুখের ঝিনুক খোঁজে।

দুঃখ কভু আসে নারে
একলা গোপন পথে,
সেতো আসে সদলবলে
ঢোল পিটানো রথে।

দুঃখরা সব চেনে আমায়
আমিও চিনি ঢের,
সুখ দিয়ে তাই দুঃখ কিনি
কেউতো পায় না টের।

অল্প পেলেই বেজায় খুশি
আমার অবুঝ মন,
পরের হাসিই আমার হাসি
সবায় আপনজন।

পাগলা মনের খবর রাখে
এমন কেউ কি আছে?
সব ফেলে তাই মন দিয়েছি
ভালোবাসার কাছে।