1 Aug 2016

ছড়া : অভিসার

অভিসার
ওয়াহিদ জামান

ক’দিন থেকে তোমায় ভেবে
রাত করেছি পার,
তুমি আমার আমি তোমার
এই না অভিসার।



মধ্যরাতে আকাশপানে
চেয়ে থাকি আমি,
চাঁদের আলোয় তোমায় খুঁজি
জানে অন্তর্যামী।

তখন তুমি লুকোয় কোথায়
আমায় ফেলে একা,
তারার ভিড়ে হারাও নাকি?
যায় না তো আর দেখা।

আমায় ফেলে আর কতদিন
থাকবে তুমি বলো,
মান-অভিমান শেষ করে আজ
আমার সাথে চলো
ওগো
আমার সাথেই চলো।