বর্ষায় রাজধানী
ওয়াহিদ জামান
রাজধানী রাজপথ
বর্ষায় কুপোকাত
টিপটিপ ঝুমঝুম সারাদিন সারারাত।
খলবল হাঁটুজল
রাস্তায় পায়ূমল
নোংরা পানিতে জীবাণুর দলবল।
জটলার শহরে
ময়লার বহরে
ডুব দিতে চাই না নোংরা নহরে।
থাম থাম বরষা
আসিস না হরষা
কালো মেঘ দূর যা, আকাশ হোক ফর্সা।