13 Jun 2016

ঈদের গান


ঈদের গান
ওয়াহিদ জামান

ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে ভাই
বাঁকা চাঁদের হাসি দেখো, ঐ যে লালিমায়।।
গরীব ধনীর মিলনমেলা আসলো যে ধরায়...


নাই ভেদাভেদ উচু নীচু, আমীর ফকিরের
সুখ দুঃখের ভাগাভাগি, একে অপরের।।
সাজ সজ্জা ভরেছে দেখো পাড়ায় ও পাড়ায়...

গোসল করো আতর মাখো, নতুন জামা পরো
মুখে মুখে জোরে জোরে, আল্লাহু আকবর পড়ো।।
ঈদগাহেতে চলো সবায় নামাজ পড়তে যাই...

তিরিশ দিনের রোজার শেষে, ধন্য রোজাদার
পাপ কালিমা মুছে গিয়ে, পূণ্যে একাকার।।
শিশুর মতো নিষ্পাপ সবায় খুশির সীমা নাই...