শরতের পরিবেশ
ওয়াহিদ জামান
শাদা মেঘের ভেলায় চড়ে
নীল আকাশের দেশে,
ঘুরে বেড়াই একলা আমি
উদাস বাউল বেশে।
মনের সুখে গান গেয়ে যাই
কাশফুলেরা দোলে,
তাইনা দেখে দুখের নদীও
সুখের ছন্দ তোলে।
সারি সারি নৌকা বাঁধা
শান্ত নদীর কূলে,
পানির উপর রাজহাঁসেরা
চলছে হেলেদুলে।
বিলের ধারে শাপলা শালুক
সবুজ সতেজ দেশ,
এইতো আমার ঋতুর রাণী
শরতের পরিবেশ।