কুয়োর ব্যাঙ
ওয়াহিদ জামান
অনেক দেখেছি জ্ঞানের সাগর
উথালপাথাল ঢেউ,
আসলে সেতো কুয়োবাসী
ব্যাঙ প্রজাতির কেউ।
সৎ-সততা-সত্য কথার
ফুলঝুরি রয় মুখে,
আসলে সব ছলনা আর
মিথ্যে সুখে-দুখে।
মাথা ভর্তি বুদ্ধি অনেক
চালাক চালাক সাজ,
আসলে সে গোবর গণেশ
বোকা রাজ্যের রাজ।
ভাবের ঠেলায় বাঁচে না সে
গুনতে চায় না কারো,
অহংকারেই পতন হবে
বুঝতে কি কেউ পারো?