9 Apr 2016

ছড়া : রহমতের বৃষ্টি

রহমতের বৃষ্টি
ওয়াহিদ জামান


আজও দেখি আকাশ হতে
বৃষ্টি পড়ার নামে
রহমত রাজি নেমে পড়ে
এই না ধরাধামে।

জেগে ওঠে তরু লতা
গাছ গাছালী সবে
এমন করে পৃথিবীটা
সজীব হয়ে রবে।