16 Aug 2015

ছড়ানু-১

ছড়ানু-১
ওয়াহিদ জামান

মাঝে মাঝে মাঝরাতে
আকাশের আঙিনাতে
খুঁজেছি তোমায়,

পাইনি চাঁদের দেশে
পাইনি তারার বেশে
ভুলেছো আমায়।

তুমি
ভুলেছো আমায়?