গাছ বন্ধু
ওয়াহিদ জামান
জনে জনে লাগাও গাছ
বিলাও আরো দু’টি,
সুন্দর হবে পরিবেশ
জুটবে রুজি-রুটি।
ফলজ, বনজ, ঔষধি গাছ
রোপণ করো সবে,
সবুজ হবে চারিপাশ
কীর্তি তোমার রবে।
অকারণে আর কেটোনা
গাছ-গাছালী যতো,
সকাল সন্ধ্যা জপছে তারা
তাসবীহ অবিরত।
একটা কেটে দুইটা লাগাও
দরকার যদি পড়ে,
গাছই তোমার বন্ধু হবে
বিপদ-আপদ, ঝড়ে।
ওয়াহিদ জামান
জনে জনে লাগাও গাছ
বিলাও আরো দু’টি,
সুন্দর হবে পরিবেশ
জুটবে রুজি-রুটি।
ফলজ, বনজ, ঔষধি গাছ
রোপণ করো সবে,
সবুজ হবে চারিপাশ
কীর্তি তোমার রবে।
অকারণে আর কেটোনা
গাছ-গাছালী যতো,
সকাল সন্ধ্যা জপছে তারা
তাসবীহ অবিরত।
একটা কেটে দুইটা লাগাও
দরকার যদি পড়ে,
গাছই তোমার বন্ধু হবে
বিপদ-আপদ, ঝড়ে।