11 Aug 2015

ছড়া: জিরো ফিগার গরু

জিরো ফিগার গরু
ওয়াহিদ জামান


গরু এবার
জিরো ফিগার
ঈদুর আযহার আগে,

মুটকি গরু
হইছে সরু
দেখতে সেইরম লাগে।



গত বারের
মোটা ষাড়ের
দাম ওঠেনি তাই,

কম খেয়েছে
জিম করেছে
চর্বি এখন নাই।

স্লিম ফিগার
ফিল্ম ফিগার
গরুর কত বাহার,

সে কি জানে
জীবন দানে
হবে কাদের আহার।