নামাজের শিক্ষা
ওয়াহিদ জামানকুরআন শিখে অর্থ বুঝে
নামাজ পড়তে হবে
আল্লাহর আদেশ মানার মনন
তৈরি হবে তবে।
ঈদের বায়না
ওয়াহিদ জামানএকটি ছেলে গল্প বলে মায়ের কাছে
ওই দোকানে লাল রঙা এক জামা আছে
সেই জামাটা পছন্দ তার খুব,
এসব শুনেও অভাগা মা
কেমনে থাকে এক্কেবারে চুপ
শুনছো ওমা!
ওই জামাটা পছন্দ মোর খুব।