19 Sept 2019

ঈদের বায়না



ঈদের বায়না
ওয়াহিদ জামান


একটি ছেলে গল্প বলে মায়ের কাছে
ওই দোকানে লাল রঙা এক জামা আছে
সেই জামাটা পছন্দ তার খুব,
এসব শুনেও অভাগা মা
কেমনে থাকে এক্কেবারে চুপ
শুনছো ওমা!
ওই জামাটা পছন্দ মোর খুব।