19 Sept 2018

কবিতা : হেমন্তকাল



হেমন্তকাল
ওয়াহিদ জামান

দূর্বা ঘাসের ডগায় দেখো মুক্তোদানার দল
চিকচিক করে বলছে আমি শিশির টলমল।
ওপাশ থেকে শিউলি ডেকে বলছে ওরে খোকা
এই ধরো ফুল শাদা ফকফক এই নাও আরেক থোকা।

18 Sept 2018