হেমন্তকাল
ওয়াহিদ জামান
দূর্বা ঘাসের ডগায় দেখো মুক্তোদানার দল
চিকচিক করে বলছে আমি শিশির টলমল।
ওপাশ থেকে শিউলি ডেকে বলছে ওরে খোকা
এই ধরো ফুল শাদা ফকফক এই নাও আরেক থোকা।
সেরা রহমাত
ওয়াহিদ জামান
একখানা মেঘ মাথার ওপর
থাকতো সারাবেলা,
রোদ আগে না ছায়া আগে
চলতো তারই খেলা।