ছোটবেলায় বাবার হাতে মার খেয়েছি বহুত। একটু দুষ্টু হয়তো ছিলাম। সবসময় ধরা পড়তাম না। তবে যেদিন ধরা পড়তাম সেদিন আর রেহাই হতো না। তখন মনে হতো- বাবা এতো নিষ্ঠুর কেন! মানুষের বাবারা তো এতো খারাপ না! সব মিলিয়ে বাবাকে খুবই ভয় পেতাম। বাবা বাড়িতে থাকলে একেবারে শান্ত হয়ে যেতাম। বাবার সামনে জোরে কথাও বলতাম না।
