12 Sept 2015

বিশ্ব নারী দিবস : মায়ের অধিকারের বাস্তবায়ন কোথায়?

বিশ্ব নারী দিবস : মায়ের অধিকারের বাস্তবায়ন কোথায়?
ওয়াহিদ জামান


আজ ৮ মার্চ। বিশ্ব নারী দিবস।
নারী সমাজের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নারীর প্রতি সম্মান জানিয়ে ১৯৮৪ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে জাতিসংঘ। ঐতিহাসিক সংগ্রামের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ এ সিদ্ধান্ত নেয়। কিন্তু আজও সামাজিক ভাবে মূল্যায়ণ পায়নি আমার মায়েরা। এজন্য পুরুষের পাশাপাশি নারীরাও কম দায়ী নয়। তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। কোনটা অধিকার আর কোনটা দায়িত্ব সেটাই তারা বুঝেনা। দয়া, মূল্যায়ণ-অবমূল্যায়ন এগুলোর পার্থক্য করতে পারেনা। তাই তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট এই লেখা।

তুমি যেকোনো স্বপ্নই দেখতে পারো, যোগ্যতা দিয়ে সে স্বপ্নের বাস্তবায়নও করতে পারবে। কোন শক্তিই তোমাকে ঠেকাতে পারবে না। কিন্তু যদি যোগ্যতা অর্জন না করে পুরুষের দয়ার অপেক্ষায়
থাকো তাহলে তো হবেনা।
যেমন-
বাসে নারীদের জন্য সংরক্ষিত আসন। অধিকারের নামে নারীদের এখানে প্রতিবন্ধীদের সমতুল্য করা হয়েছে।

সংসদে ও স্থানীয় সরকারের সকল পর্যায়ে নারীদের জন্য সংরক্ষিত আসন কেন? তারা কি অযোগ্য? তারা কি পুরুষদের সাথে নির্বাচন করে বিজয় অর্জন করতে অক্ষম? হাসিনা - খালেদা কি পারেনি? তাহলে কেন সংরক্ষিত আসনের নামে দয়ার পাত্র হবে?

চাকরিতে নারী কোটা কেন? তারা কি যোগ্যতা দিয়ে চাকরি পেতে পারেনা?

ভিক্ষুকরা দান পাবে, এটাই স্বাভাবিক। তাই বলে এটাকে তো অধিকার বলা যায়না। আর কোন ভিক্ষুক যদি তার অবস্থার উন্নতি না চেয়ে সারাজীবন ভিক্ষার উন্নতি চায়, তবে তাকে নির্বোধ বলা যেতে পারে। আজকের নারীরাও তেমনি যোগ্যতা দিয়ে অর্জন করার চাইতে কোটার মাধ্যমে দয়াশ্রয়ী হতে পছন্দ করে। এক প্রকার কান্দে জেতার মতো।

এই দয়া গুলো সরানোর ব্যবস্থা করো। নিশ্চয় মূল্যায়ণ পাবে। আমরাও সে দিনের অপেক্ষায় আছি।

নিরন্তর শ্রদ্ধা মায়ের জাতি...
অফুরান ভালোবাসা তোমার প্রতি।