13 Jun 2015

ছড়া: কাণ্ডারি ফররুখ

কাণ্ডারি ফররুখ
ওয়াহিদ জামান


মাঝ দরিয়ায় ভাসছে তরী
ডুবছে মানুষজন,
মাঝি-মল্লা নেইকো সেথায়
কান্না প্রতিক্ষণ।

দিন পেরিয়ে রাত্রি আসে
পায়না তবু কূল,
আনাড়ি সব মাঝিগুলো
করছে শুধুই ভুল।

নীল দরিয়ার গর্জন শুনে
কাঁদছে শিশুর দল,
উদ্ধার করো - রক্ষা করো
আবেদন নিষ্ফল।

সাত সাগরে নাও ভাসাবে
কাণ্ডারি ফররুখ,
সেই আশাতে অপেক্ষাতে
আমরা যে উন্মুখ।

3 Jun 2015

ছড়া: সব ভালো - ভালো নয়

সব ভালো - ভালো নয়
ওয়াহিদ জামান


ভালোর পাশে মন্দ থাকে
সব ভালো - ভালো নয়,
চক্ষু কর্ণ খোলা রেখে
সাবধানে চলতে হয়।

বাড়ির পাশে রাস্তা থাকলে
চলতে ফিরতে ভালো,
চারিপাশে থাকলে তবে
ভরবে ঘরে ধূলো।

বিজ্ঞ জনের পরামর্শ
অনেক কাজে লাগে,
বেশি হলে বিরক্তিতে
কাজ ছেড়ে সব ভাগে।

পড়ানো এবং থাপড়ানো
পার্থক্য নয় বেশি,
একটা থ-এর জন্য রে ভাই
হয় যে রেষারেষি।

সৎ-সততা সবার চাওয়া
ভালোর আশায় হয়তো,
সৎ-ও ভালো মা-ও ভালো
সৎ-মা তবে নয়তো।

1 Jun 2015

গান: মায়ের ছায়া

মায়ের ছায়া
ওয়াহিদ জামান


তোমার মায়ায় তোমার ছায়ায় - থাকতে যে মন চায়,
মাগো তুমি কোথায় আছো - কোন সে নিরালায়।।

ফজর হলে আমার মাগো - ডাকতো মায়ার সুরে,
নামাজ পড়তে যারে বাবা - মসজিদ নয়তো দূরে।।
নামাজ শেষে মক্তবে যাস (২) থাকবে খোদা সহায় - ঐ