19 May 2019

কালবোশেখী

কালবোশেখী 
ওয়াহিদ জামান

ঈশান কোণে মেঘ জমেছে আঁধার ঘেরা সব 
কান ফাটিয়ে দেবে বুঝি গুড়ুম গুড়ুম রব। 
শো শো শো বাতাস বহে উড়ছে চালের খড় 
আসছে আবার ভয়ঙ্কর কালবোশেখী ঝড়।