3 Jul 2016

অপসংস্কৃতির কবলে ঈদ উৎসব


ফিচার : অপসংস্কৃতির কবলে ঈদ উৎসব
ওয়াহিদ জামান

ঈদের ৩য় দিন। বিকেল ৫টা ৩০। বাসা থেকে বের হয়ে রাস্তায়। হাঁটছি। হাঁটার উদ্দেশ্যেই হাঁটছি। এভাবে মিনিট বিশেক। পৌঁছলাম মুড়াপাড়া ফেরীঘাট। এখান দিয়ে বয়ে চলা নদীটির নাম শীতলক্ষ্যা। সেই শীতলক্ষ্যা। যেখানে মাঝে মধ্যেই ভেসে ওঠে অজ্ঞাতনামা লাশ। ক্ষত-বিক্ষত লাশ। বস্তা-বন্দি লাশ।