15 Feb 2016

ছড়া : স্বপ্নের জগৎ

স্বপ্নের জগৎ
ওয়াহিদ জামান


স্বপ্নের জগত মজার জগত
আমি সেথায় রাজা,
যেমন ইচ্ছে তেমন করি
সবাই আমার প্রজা।

দেশ-বিদেশে ঘুরে বেড়াই
ইচ্ছে যখন যেথায়,
মনের মতো সব পেয়ে যাই
হাতের কাছে সেথায়।


বাস্তব জগত কঠিন অনেক
কর্ম গুনে ফল,
একটুখানি ভুল হলে হায়
সবকিছু বিকল।

সাবধানে তাই চলতে হবে
সাহস নিয়ে বুকে,
স্বপ্ন তবে সত্যি হবে
দুঃখ যাবে চুকে।