বাবা পদে পদোন্নতি
জানুয়ারি,
২০১১। হটাৎ করেই আমাকে পাঠানো হয় হরিয়ানে। দীর্ঘ দেড় বছর যাবৎ হরিয়ান
ইউনিয়নের অলি-গলি, রাস্তা-ঘাটে সাইকেল নিয়ে ঘুরেছি। কত শত মানুষের সাথে
পরিচিত হয়েছি। কত বাড়ি খেয়েছি, কত বাড়ি থেকেছি তার কোন ইয়াত্তা নেই। অনেকের
সুখ-দুঃখের সাথী হয়েছি। একটি মুখ দূর থেকে দেখতাম, মন টানতো তার দিকে।
কিন্তু এক অপ্রকাশিত কারণে তার কাছে যেতে পারতাম না। এখন আর কোন বাধা নেই।
মাঝেমধ্যে বেড়াতে গেলে তার সাথে দেখা হয়, মন ভরে কথা হয়। গত কয়েক দিন আগে
তিনি এক কন্যা সন্তানের জনক হয়েছেন। সে উপলক্ষ্যে কন্যার জনক ও জননীকে
দুইটি শুভেচ্ছা কার্ড দিয়েছিলাম। সেখানে যা লেখাছিল............................