বাংলাদেশ আমাদের দেশ। প্রিয় মাতৃভূমি। ভালোবাসি সবাই। ভালোবাসি খুউব। এ দেশের পরতে পরতে রূপের বাহার। ঢেউ খেলানো নদী, নীল সমুদ্দুর, সুউচ্চ পাহাড়, সবুজ বনভূমি, চোখ জুড়ানো ফসলের মাঠ, আঁকাবাঁকা মেঠোপথ। কী নেই এ দেশে? সব সুন্দরের সমাবেশ এখানে। জন্ম থেকেই দেখছি। হাঁটছি এদেশের পথে পথে। মুগ্ধতায় চোখ ফেরাতে পারি না। বাঁক ঘুরেই হই অভিভূত। তাই বলতেই পারি- জন্ম থেকে ভালোবাসার শুরু হলেও দেখে দেখে সে ভালোবাসা হয়েছে পোক্ত। তখন ২০১১ সালের শীতকাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম সারা বাংলাদেশ ঘুরে দেখার। তারপর শুরু। সুযোগ পেলেই কোথাও না কোথাও। প্রতি বছরই যুক্ত হয় নতুন নতুন স্থান। এভাবেই শেষ করেছি বায়ান্ন জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো। এরপর লম্বা বিরতি। দু’বছর যেতে পারিনি কোথাও। সময় আর সুযোগের সমন্বয় ঘটেনি একদম। মানসিক পীড়ায় ভুগেছি খুব। অবশেষে ২০১৮-এর শুরুতেই এলো ঘোষণা। এ বছর আমাদের অফিস থেকেই যাচ্ছি ভ্রমণে। বাংলাদেশের বিখ্যাত ভ্রমণস্পট সাজেক ভ্যালিতে।
